আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে আয়কর হানা। বুধবার ভোর পাঁচটা নাগাদ তাঁর বাড়িতে হানা দেন আয়কর কর্তারা। এছাড়াও পশ্চিম বর্ধমানের আসানসোল, রানিগঞ্জের পাশাপাশি কলকাতাতেও একাধিক জায়গায় আয়কর কর্তারা হানা দিয়েছেন বলে খবর মিলেছে।
রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহরাব। তাঁর রহমতনগরের দুটি বাড়িতে এদিন ভোরে তল্লাশি চালাতে আসেন আয়কর কর্তারা। প্রাক্তন বিধায়কের বাড়ি ছাড়াও বার্নপুর ও আসানসোল অঞ্চলে একজন বালি কারবারি ও একজন প্রোমোটারের বাড়িতেও তল্লাশি চালান আয়কর কর্তারা। ওয়াকিমহলের দাবি, বঙ্গ রাজনীতিতে আসানসোলের ময়দানের দলবদলু নামেই পরিচিত সোহরাব। বাম থেকে ডান, কখনও আবার আরজেডি, প্রায় সব দলেই ঘোরা হয়ে গিয়েছে।
২০১৫ সালে তাঁর বিরুদ্ধে রেলের যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছিল সোহরাবের বিরুদ্ধে। সেই মামলায় একদিন জেলও খেটেছিলেন প্রাক্তন বিধায়ক। এদিনের আয়কর হানাকে কেন্দ্র করে রহমতনগরে সোহরাবের বাড়ির সামনে ভিড় জমে যায়।