পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের।
জানা গিয়েছে পানিহাটি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রেসিডেন্ট সুমিত পাল। রবিবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দেবাঞ্জন নামে এক যুবক। অভিযোগ সেসময় সুমিতের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। তারা সবাই স্থানীয় এক যুবক পরিতোষ আশ্রিত বলে অভিযোগ। এদিকে পরিতোষ পশ্চিম পানিহাটির তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বুবাই মল্লিক ঘনিষ্ঠ। হুমকি দেওয়ার পাশাপাশি সুমিত ও দেবাঞ্জনকে মারধর করা হয় বলেও অভিযোগ।
এরপর সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওঠে। তারপর তাঁরা সকলে মিলে পরিতোষ ও বুবাই মল্লিকের অফিসে ভাঙচুর চালায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বুবাই ও তাঁর সঙ্গীরা ওই অফিসে বসে অনৈতিক কাজকর্ম চালাতো, পাশাপাশি রীতিমতো নেশার আখড়া হয়ে উঠেছিল সেখানে। তারপরেই ভাঙচুর চালানো হয়।
তাঁদের আরও অভিযোগ, বারবার স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনও দলের তরফে কোনও পদক্ষেপ না নেওয়ায় বাড়বাড়ন্ত হয়েছিল বুবাইয়ের। তারপেরই স্থানীয় বাসিন্দারা রেগে গিয়ে ওই অফিসে ভাঙচুর চালানো হয়েছে।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বুবাই মল্লিক। পুরো ঘটনার জেরে তিনি আতঙ্কিত। যদিও নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। পুরো ঘটনার CCTV ফুটেজ দেখার দাবি জানিয়েছেন।