কলকাতা পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ। অভিযোগ সংগীত শিল্পী উস্তাদ রশিদ খানের (Ustad Rashid Khan)। মঙ্গলবার গভীর রাতে দমদম বিমানবন্দরে পরিচিত এক সতীর্থকে পৌঁছে দিতে গিয়েছিল রশিদ খানের গাড়ি। অভিযোগ, বেলেঘাটা ট্রাফিক গার্ডের কাছে আটকানো হয় তাঁর গাড়িকে। ড্রাইভার ও দেহরক্ষীর থেকে কর্তব্যরত পুলিশরা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও কলকাতা পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুন : বাবার হাত ধরেই বলিউডে আরিয়ান, ছেলের প্রথম কাজ দেখার জন্য তর সইছে না শাহরুখ-গৌরীর
রশিদ খানের পরিবারের দাবি, বেলেঘাটা ট্রাফিক গার্ডকে ঘুষ দিতে অস্বীকার করায় চালক সহ গাড়িকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় প্রগতি ময়দান থানায়। দেহরক্ষীর থেকে খবর পেয়ে রাতেই প্রগতি ময়দান থানায় যান সংগীত শিল্পী রশিদ খান, থানায় তাঁর উপস্থিতিতেই চালক ও গাড়ি দুটোই ছেড়ে দেওয়া হয়। এদিকে, রশিদের পরিবারের দাবি পুরো বিষয়টিই তারা রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে জানিয়েছে।