দিঘায় তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির । আগামী বছর সেখানেই বড় করে নতুন রথযাত্রার আয়োজন করা যেতে পারে । তবে, জগন্নাথ দেব অনুমতি দিলে, তাঁর আশীর্বাদ থাকলেই সেটা সম্ভব হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন, কলকাতায় ইস্কনের মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । রশিতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকেই তিনি বলেন, "পুরীর দ্বৈতাপতি আমাকে ফোন করেছিলেন রথে ওঠার আগে। বলেছিলেন, এই রাজ্যের জন্য প্রার্থনা করবেন। আমি ওঁকে বলেছি, যদি জগন্নাথ অনুমতি দেন, তা হলে হয়তো আগামী রথযাত্রায় আমরা যে দিঘায় বিরাট মন্দির করছি, সেখানেই হয়তো আরও একটা রথযাত্রা করতে পারি। ওখানেই আমরা রথযাত্রা করার চেষ্টা করব।"
এদিন, রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী । মন্দিরের ভিতরে বিগ্রহের পুজো দেন এবং আরতি করেন । এরপর রথযাত্রার উদ্বোধন করেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন দুই অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ।এদিন, জগন্নাথ মন্দিরে গিয়ে করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি ।