'দিদির দূত' হিসেবে রথীন ঘোষ (Rathin Ghosh) এলাকায় আসছেন । তাই রাস্তা সাড়াইয়ের আবেদন জানাবেন ভেবেছিলেন সাগর বিশ্বাস । কিন্তু, মন্ত্রীর কাছে পৌঁছনোর আগেই তৃণমূল কর্মীর হাতে চড় খেতে হল তাঁকে । এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার (North 24 Pargans) দত্তপুকুর থানার ইছাপুরের সাইবানা এলাকায় দিদির 'সুরক্ষা কবচ' কর্মসূচিতে (Didir Suraksha Kavach) উত্তেজনা ছড়ালো । রথীন ঘোষ প্রথমে তাঁর কাছে ক্ষমা চাইলেও মন্ত্রীর দাবি, এটা ব্যক্তিগত অ্যাজেন্ডা নিয়ে প্রোগ্রাম বানচাল করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় ।
আক্রান্ত ব্যক্তি সাগর বিশ্বাস জানান, তিনি লোকাল কমিটিতে ছিলেন । দীর্ঘদিন তাঁদের এলাকা রাস্তা খারাপ । সেই বিষয়ে মন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন । কেন তাঁকে এভাবে চড় মারা হল ? তিনি বুঝতে পারছেন না । তাঁর অভিযোগ, এরকম হলে তো কোথাও কিছু বলাই যাবে না । ঘটনার পর রথীন ঘোষ তাঁর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেন । কিন্তু পরে মন্ত্রী বলেন, "আমার কাছে তো মহিলারা গেলেন কথা বলতে । আমি তো বেরোচ্ছিলাম । অপেক্ষা করতেন । আমাদের তো এটা কাজ নয় । আমরা এই উদ্দেশ্য নিয়ে আসিনি । আমরা সকলের অভাব অভিযোগ শুনব । তবে ব্যক্তিগত কোনও এজেন্ডা যদি থাকে এই প্রোগ্রাম বানচাল করার, তাহলে তো অন্যরকম বিষয়। "
‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে । ইছাপুরেও সেই বিতর্কের আঁচ লাগল । জানা গিয়েছে, মন্ত্রী রথীন ঘোষের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা সাগর বিশ্বাস । অভিযোগ, মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে তাঁকে শাসানো হয় । পরে তাঁকে কষিয়ে থাপ্পড়ও মারেন এক স্থানীয় তৃণমূল কর্মী। অভিযোগ, ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকেও বার করে দেওয়া হয় তাঁকে ।