শনিবার পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে পরিস্থিতি ছিল ভয়াবহ। অধিকাংশ জেলাতেই ভোট শান্তিপূর্ণ হয়নি বলে অভিযোগ এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবং জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট নেওয়ার পর আজ সোমবার রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নিবাচনের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়েই ওই ৬৯৬টি বুথে ভোটগ্রহণ করা হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোট হতে চলা জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে দার্জিলিং ,কালিম্পঙ এবং ঝাড়গ্রাম ছাড়া যে ১৯ টি জেলায় ভোট নেওয়া হবে সেখানে হিংসা বরদাস্ত করা হবে না। তারজন্য কেন্দ্রীয় বাহিনীকে বিশেষ নজর দিতেও বলা হয়েছে। সবচেয়ে বেশি বুথে ভোট হবে মুর্শিদাবাদে।