এবছর শুরু থেকেই বাংলার বর্ষা বেজায় খামখেয়ালি। লাগাতার বৃষ্টির দেখা মেলেনি। দক্ষিণবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্ত এবং উত্তরবঙ্গে থামার নাম করছে না। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে এবার সেই খরা কাটতে চলেছে। দক্ষিণবঙ্গে পুরদস্তুর বৃষ্টির দেখা মিলতে পারে এইবার।
শুক্রবার দফায় দফায় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। এদিকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, এর জেরে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতা। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। ২১ জুলাইও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।