রাজ্য বিজেপিতে(BJP West Bengal) বিদ্রোহ যেন থামছেই না। কিন্তু সেই বিদ্রোহের আঁচ কোনওভাবেই আসন্ন পুরভোটে(WB Municipal Election 2022) পড়বে না বলেই মনে করছে বিজেপি(BJP)। তবে ইতিমধ্যেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জয়প্রকাশ মজুমদার(Jayprakash Majumder), রীতেশ তিওয়ারিদের(Ritesh Tiwari)।
এই প্রসঙ্গে বিদ্রোহীদের(Rebels of BJP) তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছে। জয়প্রকাশ মজুমদার(Jayprakash Majumder) জানান, তাঁরা দলের বিরুদ্ধে নন, তবে রাজ্য নেতৃত্বের ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে। এর পাশাপাশি তিনি আরও জানান, তাঁরা এমন কোনও কাজ করবেন না যা নির্বাচন(Municipal Elecion) দলের ক্ষতি করে। আপাতত নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য বিজেপির(BJP West Bengal) বিদ্রোহী শিবির।
আরও পড়ুন- Luizinho Faleiro: গোয়া বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ তুলে নিলেন ফালেইরো, সুযোগ দেবেন নতুন প্রজন্মকে
আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোলে পুরনির্বাচন(Municipal Election 2022)। সেই নির্বাচনে এই বিদ্রোহের আঁচ পৌঁছবে না বলেই মনে করছে রাজ্য বিজেপি(BJP West Bengal) নেতৃত্ব। তবুও আগে থাকতেই সতর্ক হয়েছে বিজেপি(BJP West Bengal)। কারণ এরপরই গোটা রাজ্যজুড়ে চলবে পুরনির্বাচন(WB Municipal Electin 2022)। এখন থেকেই পরিস্থিতিতে হস্তক্ষেপ না করলে নির্বাচনে অন্তর্দ্বন্দ্বের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন গেরুয়া শিবিরের(BJP) একাংশ।