গত ২ বছর পুজোয় আয় প্রায় তলানিতে ঠেকেছিল। কোভিড অতিমারীর পর এবার স্বাভাবিক ছন্দে কেটেছে দুর্গাপুজো। পুজোতে একাধিক পরিকল্পনাও করেছিল। পরিকল্পনা অনুযায়ী, পুজোর কয়েকদিন ব্যাপক আয় হয়েছে। এমনই জানিয়েছে রাজ্যের পরিবহণ দফতর।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মচারীরা পুজোর আগে আন্দোলন করেছিলেন। আন্দোলন মিটতেই রাস্তায় এক হাজার বাস নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পুজোর কদিন ৭০০ থেকে ৮০০টি বাস চালানো হয়। এর আয় অনেকটা বেড়ে যায়। দুর্গাপুজোতে বাস চালিয়ে রাজ্যে মোট আয় ২ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার ৮৪৫ টাকা। এই আয়ে অনেকটাই খুশি পরিবহণ দফতর। এই আয় রেকর্ড বলেও মনে করছেন কর্মচারীরা।
শুধু সড়কপথ নয়, ভেসেল পরিষেবাতেও আয় করেছে পরিবহণ দফতর। আয় হয়েছে ২৫ লক্ষ ১৯ হাজার ৮৭৫ টাকা। যার ফলে মোট আয় দাঁড়িয়েছে ২ কোটি ৭০ লক্ষ টাকার বেশি। জানা গিয়েছে, এবার কালীপুজোয় বারাসত থেকে কলকাতাতেও অতিরিক্ত বাস চালাতে চাইছে সরকারি পরিবহণ দফতর।