২ বছর পর স্বাভাবিক ছন্দে দুর্গাপুজো বাঙালির। কোভিডের বিধিনিষেধ আর নেই। আর সেই 'বিধিভাঙা' পুজোতে দেদার বিক্রি হল মদ। তবে মদকেও ছাপিয়ে গেল বিয়ার। এবার পুজোর সুরাপানে সরকারের কোষাগারেও জমা পড়ল মোটা টাকা।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, এবার পুজোয় রাজ্যে মোট ২৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ২ অক্টোবর ছিল গান্ধী জয়ন্তী। সেদিন দোকান বন্ধ ছিল। ওই দিন বাদে এবার পুজোতে রেকর্ড হারে বিক্রি হয়েছে মদ। পঞ্চমীতে রাজ্যে মদ বিক্রির পরিমাণ ৯০ কোটি টাকা। ষষ্ঠীতেও সেই বিক্রির পরিমাণ ৯২ কোটি টাকা। সপ্তমীতে দোকান বন্ধ থাকায় কোনও বিক্রি হয়নি। কিন্তু অষ্টমীতে তা পুষিয়ে নিয়েছেন ক্রেতারা। একদিনে বিক্রি হয়েছে ১১২ কোটি টাকার মদ। নবমীতেও বিক্রি হয়েছে ১০৯ কোটি টাকার মদ। দশমীর দিন ১০৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। আবগারি দফতর সূত্রে খবর, পুজো রেকর্ড হারে মদ বিক্রির পর রাজ্যের কোষাগারে জমা পড়েছে ১৫০ কোটি টাকা।
আরও পড়ুন: কে এই RK এবং DD? মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে রহস্য
এবার বিয়ার বিক্রির পরিমাণ অনেকটাই বেশি। সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী ১৭ লক্ষ বিয়ার কেস বিক্রি হয়েছে। বছরের অন্য মাসে গড়ে ৮ লক্ষ কেস বিয়ার বিক্রি হয় রাজ্যে। আবগারি দফতরের মতে, বিক্রির সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।