এবার জামাইষষ্ঠীতে (Jamai Sashti) নতুন রেকর্ড গড়েছে রাজ্য। সম্প্রতি আবগারি দফতর জানিয়েছে, এবার জামাইষষ্ঠীতে যা মদ বিক্রি (Liquor Sell) হয়েছে, তা দেখে চোখ কপালে উঠবে। বড়দিন, নিউইয়ারের মদের বিক্রিকে রীতিমতো পাল্লা দিয়েছে এবারের জামাইষষ্ঠী। জেলাগুলির মধ্যে এগিয়ে মেদিনীপুর। শুধু লাইসেন্স প্রাপ্ত দোকান থেকেই এই জেলায় বিক্রি হয়েছে প্রায় ৫ কোটি টাকার মদ।
এবার রবিবার পড়েছিল জামাইষষ্ঠী। শুক্রবার থেকেই সরকারি অফিসের কর্মচারীরা ছুটির মেজাজে ছিলেন। জামাই আদরের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। রাজ্যের আবগারি দফতরের পরিসংখ্যান বলছে, এবার জামাইষষ্ঠীতে মদ বিক্রির রেকর্ডে কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন: পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলি চালিয়ে মহিলাকে খুন করে আত্মঘাতী পুলিশকর্মী
আবগারি দফতরের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে মোট ২৬৮টি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে। সেই দোকান থেকে মদ বিক্রি হয়েছে ৪ কোটি ৮০ লক্ষ ৭৫ হাজার ৮০৫ টাকার। দেশি মদ বিক্রির পরিমাণ ৮৪ হাজার ২২৩ লিটার। বিদেশি মদের পরিমাণ ২৭ হাজার ৭৬৬ লিটার। আর বিয়ার বিক্রি হয়েছে ৪৫ হাজার ৯৬৬ লিটার। পূর্ব মেদিনীপুরের সঙ্গে পাল্লা দিয়ে মদ বিক্রি হয়েছে কোচবিহারেও। কোচবিহারে ৫৪টি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান থেকে বিক্রি হয়েছে ১ কোটি ৫৬ লক্ষ ১২ বাজার ৩৪৪ টাকার মদ।