মাধ্যমিকে স্ক্রুটিনিতে (Madhyamik Exam Scrutiny) নম্বর বদল হল সাড়ে ১১ হাজার উত্তরপত্রের (Answer Sheet)। যার ফলে প্রথম দশের মেধাতালিকায় ঢুকে গেল আরও ১৮ জন। এবছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। প্রথম দশের মেধাতালিকায় মোট ১১৪ জন পরীক্ষার্থী ছিলেন। কিন্তু স্ক্রুটিনির রেজাল্টে ব্যাপক রদবদল। মূল্যায়নের পর প্রথম দশের মধ্যে এবারে ১৩২ জনের নাম ঢুকে গেল।
মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবার ৩২ হাজার ৭৪০টি উত্তরপত্র স্ক্রুটিনির জন্য আবেদন করা হয়। এর মধ্যে ১১,৪৫৬ জনের নম্বর বেড়েছে। ১০ নম্বরের বেশি বেড়েছে প্রায় ৫০০ উত্তরপত্রে। এর ফলে কোচবিহারের গোপালনগর MSS হাইস্কুলের ছাত্রী অনন্যা দেব সপ্তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। বীরভূমের সৌমাল্য নিয়োগী অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। কোচবিহারের মাথাভাঙা গার্লস হাই স্কুলের রিফা তামান্না দশম থেকে নবম স্থানে উঠে এসেছে।
আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের সনিয়া গান্ধীকে তলব ইডির
অকৃতকার্য পরীক্ষার্থীরাও রিভিউয়ের আবেদন করেছিলেন। সেই ক্ষেত্রে ৯৩১টি উত্তরপত্রে নম্বর বেড়েছে। কোভিডের পর ২ বছর পর এবার অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হয়। এবছর পরীক্ষাও দিয়েছিলে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮০০ জন। পর্ষদ দাবি করেছিল, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেয়।