পার্থ চট্টোপাধ্যায়ই 'মাস্টারমাইন্ড'। তিনি পরিস্থিতির শিকার । আদালতে দাঁড়িয়ে এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় । সেইসঙ্গে জামিনের আবেদনও জানান তিনি । তবে ইডির দাবি, অর্পিতা দায় অস্বীকার করতে পারেন না । দীর্ঘদিন পর সোমবার অর্পিতাকে সশরীরে আদালতে পেশ করা হয় । এর আগে শেষবার গত অগস্ট মাসে তাঁকে আদালতে পেশ করা হয়েছিল ।
সোমবার আদালতে অর্পিতার আইনজীবী জানান,তাঁর মক্কেলের বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে, সবটাই মিথ্যে। এমনকি অর্পিতাকে গ্রেফতারের আগে তাঁর বয়ানও রেকর্ড করা হয়নি । তাঁর আরও দাবি, বেলঘড়িয়ার ফ্ল্যাটে অনন্ত টেক্সফ্যাব নামক সংস্থার সব ক্ষমতা পার্থর হাতেই ছিল বলে জানান অর্পিতার আইনজীবী ।
ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় অর্পিতা এদিন বলেন, “বিভিন্ন সংস্থায় থাকা টাকা পার্থর, আমার নয় । ED-র তদন্তই তাই বলছে। নগদ আর গয়না যেগুলি উদ্ধার হয়েছে সেগুলিও অনন্ত টেক্সফ্যাবের। " সব ক্ষমতা পার্থর হাতেই ছিল । তিনি পরিস্থিতির শিকার ।
উল্লেখ্য, সোমবার আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি অর্পিতা । এর আগে আদালত চত্বরে এসে তাঁকে বার বার বলতে শোনা গিয়েছিল, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে বলেও মন্তব্য করেন অর্পিতা।