আগামী তিন বছরের মধ্যে রাজ্যে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে রিলায়েন্স গোষ্ঠী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে এই ঘোষণা করেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। একইসঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রশংসা করেন তিনি। জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই বাংলায় বিনিয়গের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।
এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুকেশ আম্বানি জানিয়েছেন, এরাজ্যে ইতিমধ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স। আগামী তিন বছরের বিনিয়োগ আরও বাড়বে একই সঙ্গে কর্মসংস্থানও বাড়বে। একইসঙ্গে কালীঘাট মন্দিরের সংস্কার করবে রিলায়েন্স গোষ্ঠী।
মঙ্গলবার থেকে নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি। এছাড়াও রাজ্যের একাধিক শিল্পপতিও ওই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন।