মাত্র তিনদিন আগে কব্জি কেটে দিয়েছেন স্বামী, যাকে একসময় ভালবেসে বিয়ে করেছিলেন। হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় ডান হাতটা খোয়াই গেছে চিরকালের মতো। অথচ, এতকিছুর পরেও জীবন যুদ্ধে হার মানার মেয়ে রেণু খাতুন (Renu Khatun) নয় । মঙ্গলবার থেকে দুর্গাপুরের হাসপাতালের বেডে বসেই বাঁ হাত লেখালিখি শুরু করলেন রেণু। সাদা কাগজে নিজের নাম, ঠিকানা লিখেছেন। আবার ফুলও এঁকেছেন।
মঙ্গলবার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে রেণুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছিল, বাঁ হাতে লিখেই চাকরি করতে পারবেন রেণু। এদিন দুর্গাপুরের নার্সিংহোমে রেণু খাতুনের সঙ্গে দেখা করতে আসেন রাজ্য মহিলা কমিশনের Chairperson লীনা গঙ্গোপাধ্যায়।
Ketugram Case Update: স্ত্রীর কব্জি কাটার অপরাধ, গ্রেফতার মূল অভিযুক্ত শের মহম্মদ
সম্প্রতি নার্সিংয়ের (Nursing) সরকারি চাকরির প্যানেলে নাম উঠেছে রেণু খাতুনের। স্ত্রী হাতছাড়া হয়ে যাবেন, অভিযোগ, এই আশঙ্কা থেকে ঘুমের মধ্যে রেণুর হাত থেঁতলে কব্জি কেটে নেয় তাঁর স্বামী শেখ মহম্মদ। মঙ্গলবার শেখ মহম্মদ এবং তাঁর মা-বাবা অর্থাৎ রেণুর শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।