আর কখনও স্বামীর কাছে ফিরতে চান না রেনু খাতুন (Renu Khatun)। আদালতে গোপন জবানবন্দিতে এমনই জানিয়েছেন তিনি। কেতুগ্রামে (Ketugram) কবজি কাটার ঘটনায় কাটোয়া আদালতে বুধবার গোপন জবানবন্দি দেন রেনু খাতুন। গত কয়েকদিন দিদির বাড়িতে ছিলেন রেনু। কেতুগ্রাম থানার পুলিশ সেখান থেকে তাঁকে কাটোয়া মহকুমা আদালতে নিয়ে আসে। আদালত থেকে বেরোনোর পরেও স্বামীর কাছে না ফেরার কথা জানিয়েছেন রেনু।
চলতি মাসেই কেতুগ্রাম থানার কোজলসা গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। সরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি পাওয়ার পর গভীর রাতে তিন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে রেনুর হাতে কবজি কেটে নেয় স্বামী শরিফুল। এরপরই গ্রেফতার করা হয় তাদের।
আরও পড়ুন: বগটুই কাণ্ডে প্ররোচনার অভিযোগ আনারুলের বিরুদ্ধে, চার্জশিটে জানাল CBI
এদিকে হাসপাতালে চিকিৎসার পর সেরে ওঠেন রেনু। রাজ্য সরকার আশ্বাস দিয়েছে রেনু মন্ডলকে কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেওয়া হবে। এই অবস্থাতেই সরকারি চাকরিতে যোগ দিয়েছেন তিনি। এদিন আদালতে গোপন জবানবন্দি গ্রহণ করা হয় তাঁর। জবানবন্দি দিয়ে ফেরার সময় তিনি জানান, স্বামীর কাছে আর ফিরবেন না তিনি। একথা ম্যাজিস্ট্রেটকেও জানিয়েছেন তিনি।