মুখ্য়মন্ত্রীকে মা সম্বোধন রেণু খাতুনের। বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে এসেই রেণুর জন্য় সাহায্য়ের কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। ভবানীপুরে তিনি জানিয়েছিলেন, আহত নার্সের চাকরি থেকে চিকিৎসা এমনকী কৃত্রিম হাতের ব্যবস্থা - সবকিছু করে করে দেবে রাজ্য় সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আপ্লুত রেণু। দুর্গাপুরের নার্সিংহোম থেকে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মায়ের মতো। উনি তাঁকে সন্তানের মতো ভালবেসে সব কিছু ব্যবস্থা করে দিলেন।
গত শনিবার রেণু খাতুনের ডান হাতের কব্জি কেটে নেয় তাঁর স্বামী শের মহম্মদ। অপরাধ রেণু সরকারি চাকরি পেয়েছে। আর এই চাকরি পাওয়ার পর বউ যদি তাকে ছেড়ে চলে যায়, এই আশঙ্কায় গত শনিবার রেণুর হাত কেটে নেয় শের মহম্মদ। মঙ্গলবার রাতে শের মহম্মদকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ডান-হাত হারিয়ে মঙ্গলবার থেকেই বাঁ-হাতে লেখা শুরু করেছিলেন রেণু। আর এদিন ফের স্বামী কড়া শাস্তি দাবি করলেন। পাঁচ বছর আগে প্রেম করেই বিয়ে করেছিলেন।