হাসপাতালে থাকাকালীন মুখ্যমন্ত্রীর (Chief Minister) সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এবার তাঁর ইচ্ছেপূরণ হল। পূর্ব বর্ধমানে গিয়ে রেণু খাতুনের (Renu Khatun) সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেনুর সঙ্গে দেখা করেই তাঁকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী।
সোমবার বর্ধমানের গোদার হেলথ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় আসেন রেণু খাতুন। মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন রেণু। মুখ্যমন্ত্রী তাঁকে জানান, অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় মুগ্ধ রেণুও। তিনি জানান, তাঁর পরবর্তী চিকিৎসার ভার রাজ্য গ্রহণ করেছে। কব্জি কেটে নেওয়ার ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের শাস্তির জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: রাজ্যের কৃষকদের সঙ্গে দুর্নীতি বরদাস্ত নয়, বেনিয়মে এফআইআর, কড়া বার্তা মমতার
প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে সরকারি চাকরি পাওয়ায় ডান হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ওঠে রেণুর স্বামীর বিরুদ্ধে। চিকিৎসাধীন অবস্থায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেন রেণু। রেণুকে চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সরকার রেণুর কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করবে।