সদ্য নার্সের চাকরিতে যোগ দেওয়া রেণু(Ranu Khatun case Update) এবার চান, স্বামী-সহ ছয় অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড হোক। বুধবার আদালতে দেওয়া গোপন জবানবন্দিতে এমনটাই নাকি জানিয়েছেন রেণু খাতুন। বুধবার কাটোয়া মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেন তিনি। বর্ধমানে দিদির বাড়ি থেকে তিনি পৌঁছন আদালতে। জবানবন্দি দিয়ে বেরিয়ে এসে তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, স্বামী সহ ছয় অভিযুক্তের তিনি যাবজ্জীবন কারাদণ্ড(Life Imprisonment) চেয়েছেন।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের(Ketugram Crime News) মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গ্রেড টু নার্স হিসাবে কাজে যোগ দিয়েছেন রেণু। তার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি গোপন জবানবন্দি দিতে গেলেন কাটোয়া আদালতে। কেতুগ্রাম থানার পুলিশ রেণুকে বর্ধমানে(Burdwan Nurse Attack) তাঁর দিদির বাড়ি থেকে কাটোয়া মহকুমা আদালতে নিয়ে যায় গোপন জবানবন্দি নেওয়ার জন্য। সেখান থেকে বেরিয়ে রেণু বলেন, ‘‘জীবনে যে পরিস্থিতিই আসুক না কেন আর আমি স্বামীর কাছে ফিরে যাব না।’’
আরও পড়ুন- Sovan Chatterjee:দুই তরফেই ছিল কাছে আসার তাগিদ, শোভনের ঘরওয়াপসিতে সম্পূর্ণ হল বৃত্ত
রেণুর সরকারি চাকরি করা নিয়ে আপত্তি ছিল তাঁর স্বামী শের মহম্মদের। সে জন্য শের মহম্মদ রেণুর ডান হাত কব্জি থেকে কেটে নেন বলে অভিযোগ। পুলিশ রেণুর(Ranu Khatun Case Update) স্বামীকে গ্রেফতার করেছে। তাঁর সঙ্গীদেরও গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় রেণুর গোপন জবানবন্দি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তদন্তকারীরা।