মঙ্গলবার রাজ্যের দুটি বুথে শুরু হল পুনর্নির্বাচন(Repoll In West Bengal Municipal Election 2022)। রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) জানিয়েছে, শ্রীরামপুর(Sreerampore Municipality) এবং দক্ষিণ দমদম পুরসভার(South Dumdum Municipality) দুটো বুথে এই পুনর্নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই পুরভোটে সন্ত্রাস প্রশ্নে রাজ্য নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)।
রবিবার, রাজ্যের ১০৮টি পুরসভা নির্বাচনে(Municipal Election 2022) ব্যাপক সন্ত্রাস, ভোটলুঠের অভিযোগ তোলেন বিরোধীরা(Oppositions og Bengal)। জায়গায় জায়গায় আক্রান্ত হন বিরোধী দলের প্রার্থী, এজেন্টরা। অভিযোগ, আক্রমণের হাত থেকে বাদ যাননি পুলিশকর্মীরাও(Police)। শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে চোখ উড়ে যায় এক পুলিশকর্মীর(Police)। রবিবার, ভোট শুরুর পর থেকেই বিরোধীরা তাই বিভিন্ন বুথে বুথে পুনর্নির্বাচনের(Repoll) দাবি তোলেন।
আরও পড়ুন- West Bengal Municipal Election: পুনর্নির্বাচনের আবেদন রাজ্যপালের, ২টি বুথে নির্বাচনের ঘোষণা কমিশনের