গঙ্গাসাগর মেলার (Gangasagar) খুঁটিনাটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে গঙ্গাসাগর এসে পৌঁছন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দুই সদস্যের প্রতিনিধি দল। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে তা খতিয়ে দেখেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী। তাঁর সঙ্গে ছিলেন রাজু মুখার্জি।
কলকাতা হাইকোর্টের দুই সদস্যের প্রতিনিধি দল প্রথমে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে করোনার চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখেন। এর পরে তাঁরা চলে আসেন গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে।
আরও পড়ুন: Coronavirus: পূর্ব রেলের ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত, পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
কপিল মুনি আশ্রমে পুণ্যার্থীরা জেলা প্রশাসনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। এরপর রওনা দেযন গঙ্গাসাগরের সমুদ্রসৈকতের দিকে। সমুদ্রসৈকতে বেশ কয়েক ঘন্টা নজরদারি চালান। এরপর গঙ্গাসাগর মেলা অফিসে মেগা কন্ট্রোল রুমে পরিদর্শন করেন
এরপর আদালতের দুই প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক , সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং জেলার পুলিশ সুপার, বিডিও-র সঙ্গে বৈঠক করেন। আগামী দুদিন গঙ্গাসাগরে থাকবে হাইকোর্টের বিশেষ প্রতিনিধি দল।