২৪ নয়, ২৩ জানুয়ারি, নেতাজি(Netaji Jayanti) জয়ন্তীতেই থেকেই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের উদযাপন।
কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhash chandra bose) জন্মবার্ষিকীকে মর্যাদা দিতে ২৩ জানুয়ারি (23rd January) থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু এ বছর নয়, এখন থেকে প্রতি বছরই ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হবে সরকারি ভাবেই।
ইতিহাস এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলি স্মরণ এবং উদযাপন করার লক্ষ্যেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ এর আগে নেতাজি জন্ম জয়ন্তীকে পরক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেছিল।