প্রায় ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়ার ঘটনায় এখনও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ট্যাঙ্ক এবং টিনের শেডের ভেঙে পড়া অংশ পুরোপুরিভাবে সরাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে ঘটনার জেরে ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্ম সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে বাকি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক।
বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের একটি জলের ট্যাঙ্কের একাংশ। ঘটনার জেরে তিন জনের মৃত্যু খবর পাওয়া যায়। ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
এদিকে ওই ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, নিয়মিত ভাবে রক্ষণাবেক্ষণের কাজ হয় না। যদি সেই কাজ সঠিকভাবে করা হত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটনা না। অনেকে জানিয়েছেন, সেসময় প্ল্যাটফর্মে ট্রেন থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।
এদিকে শুধু এখনই নয়, ২০২০ সালেও ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের গাড়ি বারান্দা। ওই বছর ৪ জানুয়ারি রাতের ওই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার পর ঠিকাদারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছিল।