সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) । তার আগে রাজ্য পুলিশে (West Bengal Police) বড়সড় বদল আনল সরকার (Reshuffle in West Bengal Police) । রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে । ওই প্রকাশিত বদলি ও পদোন্নতির তালিকায় ৫১ জন পুলিশ আধিকারিকের নাম রয়েছে । বাদ যাননি, কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান মুরলীধর (Murlidhar Sharma) ও এডিজি (এসটিএফ) জ্ঞানবন্ত সিং (Gyanwant Singh) । মুরলীধরকে এখন অতিরিক্ত কমিশনার করা হয়েছে । আর জ্ঞানবন্ত সিং হলেন সশস্ত্র বাহিনীর এডিজি ।
মুরলীধরের পোস্ট বদল হওয়ায় এবার কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান হচ্ছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী । জ্ঞানবন্তের জায়গায় এডিজি (এসটিএফ) হচ্ছেন সঞ্জয় সিং । যুগ্ম কমিশনার (সদর) পদে বদলি হয়েছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্র্যাফিক সন্তোষ পাণ্ডে । সেই জায়গায় জয়েন্ট সিপি ট্র্যাফিক হলেন রূপেশ কুমার ।
দার্জিলিং জেলার পুলিশ সুপার করা হয়েছে প্রবীণকে । একই সঙ্গে বদলানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকেও। সেখানকার এসপি ধৃতিমান সরকারকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সুপার পদে থাকা দীনেশ কুমারকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে নিয়ে আসা হয়েছে । জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকেও বদল করা হয়েছে । সেখানে এখন নতুন সুপার হলেন রাহুল গোস্বামী ।