RG কর কাণ্ডের মধ্যেই রাজ্য পুলিশে রদবদল করল রাজ্য সরকার। জাভেদ শামিমকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। গোয়েন্দা বিভাগের পাশাপাশি দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় তাঁকে।
এছাড়াও রাজ্যপালের ADC পদেও রদবদল করা হয়েছে। IPS মণীশ জোশীকে সরিয়ে ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে WBCS অফিসার শান্তি দাসকে। অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার পদে বসানো হয়েছে মণীশ জোশীকে।
জানা গিয়েছে, রাজ্যে দুর্নীতিদমন শাখার দায়িত্বে ছিলেন আর রাজশেখরন। এবার তাঁর জায়গায় দায়িত্বে আসছেন জাভেদ শামিম। অন্যদিকে এতদিন পর্যন্ত রাজ্যপালের ADC পদের দায়িত্ব দেওয়া হত IPS-কে। কিন্তু এই প্রথম কোনও WBCS অফিসার ওই পদের দায়িত্ব পাচ্ছেন।
এদিকে RG কাণ্ডের মধ্যে এই বদলি নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করলেও পুলিশের একটির অংশের দাবি, এটা রুটিন বদলি। এর সঙ্গে রাজ্যে ঘটে যাওয়া ঘটনার কোনও সম্পর্ক নেই।