একটি রেসিডেন্সিয়াল হাতির তাণ্ডবে ব্যাপক সমস্যায় পড়েছেন বাঁকুড়ার বাসিন্দারা। এর জেরে প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন কাজে সমস্যা হচ্ছে। হাতিটি বর্তমানে জামবনির জঙ্গলে রয়েছে। বহু জমির ফসলও নষ্ট করে দিয়েছে হাতিটি।
গ্রামবাসীরা জানিয়েছেন, রাত হলেই একাধিক গ্রামে হামলা চালাচ্ছে হাতিটি। জমির ফসল নষ্ট করে দিচ্ছে। সোমবার সকালে গড়বেতা বিক্রমপুর রাজ্য সড়কের উপর জামবনি মোড় আটকে দাঁড়িয়ে ছিল হাতিটি। ফলে ওই রাস্তা দিয়ে প্রায় আড়াই ঘণ্টা যাতায়াত বন্ধ ছিল।
গ্রামবাসীদের অভিযোগ, হাতিটিকে সরানোর জন্য বনবিভাগকে বারবার জানানো হয়েছিল। কিন্তু তাদের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে যেহেতু ওই এলাকায় একটি মাত্র হাতিই রয়েছে সেকারণে সেটিকে অন্যত্র নিয়ে যেতেও সমস্যা হচ্ছে।
একাধিকবার বনদফতরের তরফে পশ্চিম মেদিনীপুরে হাতিটিকে পাঠানো হয়েছিল। কিন্তু ফের বাঁকুড়ার জঙ্গলে ফিরে আসে সেটি। গ্রামবাসীরা এবিষয়ে জানিয়েছেন, বর্ষা এলেও কোনও সবজি সেভাবে চাষ করা যাচ্ছে না। কারণ প্রায় সব সবজিই হাতিতে নষ্ট করছে।