লাল মাটির শহর বাঁকুড়া (Bankura) । আর এই মাটিতেই খুব শীঘ্রই 'পুষ্পা টু' (Pushpa 2)-এর শুটিং করবেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun) । এখবর সবারই জানা । অল্লু অর্জুনের আসার খবরে রীতিমতো উচ্ছ্বসিত তাঁর বাংলার অনুরাগীরা । আর বাঁকুড়াবাসী ? তাঁদের লাল মাটিতে, জঙ্গলে 'পুষ্পা টু'-এর শুটিং (Pushpa 2 shooting in Bankura) হবে জেনে কী প্রতিক্রিয়া ? আসুন জেনে নেওয়া যাক...
'পুষ্পা টু'-এর বেশ কয়েকটি অ্যাকশান দৃশ্যের শুটিং হবে বাঁকুড়ার জঙ্গল মহলে । বাঁকুড়ার দক্ষিণ বন বিভাগের খাতড়া সংলগ্ন গভীর জঙ্গলই নাকি মনে ধরছে 'পুষ্পা'র পরিচালক সুকুমারের। আর এই খবরে উল্লসিত জেলার আট থেকে আশি সকলেই । সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা বলছেন,'পুষ্পা টু' -এর শুটিংয়ের জন্য রাজ্যের মধ্যে বাঁকুড়ার খাতড়াকে যে বেছে নেওয়া হয়েছে,এটা খাতড়াবাসীদের জন্য খুবই গর্বের বিষয় । অল্লু অর্জুনের বড় ফ্যান তিনি । সুযোগ পেলে প্রিয় অভিনেতার সঙ্গে অবশ্যাই দেখা করবেন বলে জানিয়েছেন ।
কেউ আবার সিনেমায় একটু-আধটু পার্ট পাওয়ার স্বপ্নও দেখছেন । এই যেমন সুখেন দাস । তিনি বহুবার পুষ্পা সিনেমা দেখেছেন । বাঁকুড়ায় 'পুষ্পা টু'-এর শুটিং হবে জেনে খুব উৎসাহিত । শুটিং দেখার সুযোগ যে তিনি একেবারেই হাতছাড়া করবেন না তা তাঁর কথাতেই স্পষ্ট । এই মুহূর্তে তাঁদের প্রিয় 'অ্যাকশান হিরোকে' আর শুধুমাত্র পর্দায় নয়, একেবারে কাছ থেকে দেখার জন্য উদগ্রীব খাতড়াবাসী ।