সোহম কাণ্ড এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিউটাউনের রেস্তরাঁ মালিক আনিসুল আলম। বিচারপতি অমৃতা সিনহা তাঁর আর্জি শোনেন এবং মামলা করার অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এপ্রসঙ্গে আনুসুল আলমের আইনজীবী জানিয়েছেন, সোহমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকি রেস্তরাঁ মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন তিনি।
কী ঘটেছিল?
শুক্রবার সন্ধেতে নিউটাউনের একটি রেস্তরাঁতে গিয়েছিলেন অভিনেতা তথা হুগলির চণ্ডীপুরের বিধায়ক সোহম। অভিযোগ, সেখানে রেস্তরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তিনি। ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁকে। CCTV ফুটেজেও সেই ছবি দেখা যায়।
Read More- রেস্তরাঁ মালিককে মারধরের ঘটনায় ক্ষমা চাইলেন সোহম, মারধরের কারণ জানালেন নিজেই
এবিষয়ে নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন সোহম। জানিয়েছিলেন, ধাক্কাধাক্কি হয়েছে। এর জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। যদিও তাঁর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করেছিলেন আনিসুল। আর সেকারণে উত্তেজিত হয়ে ওঠেন তিনি।