দেশে খুচরো মুদ্রাস্ফীতির (Retail Inflation) হার কমেছিল এপ্রিলেই। মে মাসে তা আরও কমল। নতুন খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.২৫ শতাংশে নেমে এসেছে। যা গত ২৫ মাসের নিরিখে সর্বনিম্ন। মধ্যবিত্তের হেসেলে এর সুখকর প্রভাব পড়বে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
গত দু’বছরে লাগামছাড়া মূল্যবৃদ্ধির হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার নিম্নগামী হয় খুচরো মূল্যবৃদ্ধির হার। এরপর মার্চ এবং এপ্রিল মাসেও তা অব্যাহত থাকে। খুচরো মুদ্রাস্ফীতি আরবিআইয়ের (RBI) মধ্য মাত্রার (৪ শতাংশ) আরও কাছে পৌঁছল।
স্বভাবতই খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হারও কমেছে। চলতি মাসে তা ২.৯১ শতাংশ। অন্যদিকে গ্রামীণ অঞ্চলে মে মাসে মুদ্রাস্ফীতি কমে হয়েছে ৪.১৭ শতাংশ। শহুরাঞ্চলে তা ৪.২৭ শতাংশ।