সোমবার রাজ্যের বিরুদ্ধে ফের অসহযোগিতার অভিযোগ তুলল কেন্দ্র । অভিযোগ,আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার জন্য মোতায়েন জওয়ানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার । এর আগেও রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সোমবার ফের সেই প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্টে ।
কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, আরজি করে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু রাজ্য সহযোগিতা করছে না । তাঁদের থাকার জায়গা দেওয়া হয়নি । দেড় ঘণ্টা দূরে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে । একটা রাস্তা পেরিয়ে আসা-যাওয়া করতে হয় তাঁদের । উল্লেখ্য, রাজ্যের তরফে RMA কোয়ার্টার, আর জি কর কলেজ এবং ইন্দিরা মাতৃ সদনে জওয়ানদের থাকার ব্যবস্থা করার কথা ছিল । যদিও যথোপযুক্ত ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ ।
যদিও কেন্দ্রের তরফে তোলা এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্য । কপিল সিব্বল জানিয়েছেন, বেশিরভাগ সিআইএসএফ ট্রু হাসপাতালেই থাকছে।
কেন্দ্রের তোলা অভিযোগের ভিত্তিতে সোমবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, রাজ্য সরকারের কোনও একজন সিনিয়র অফিসার সিআইএসএফ আধিকারিকের সঙ্গে কথা বলে সোমবারই যেন পুরো বিষয়টা বন্দোবস্ত করেন । সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে । আদালতের নির্দেশ,সোমবার রাত ৯টার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফকে দেবে রাজ্য।
উল্লেখ্য,আর জি করে সিআইএসএফ জওয়ান মোতায়েনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । রাজ্যের তরফে জানানো হয়, তাদের কোনও আপত্তি নেই। এরপর ২২ অগস্ট থেকে দুই কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয় আর জি করে । কিন্তু, অভিযোগ জওয়ানদের জন্য ন্যূনতম থাকা-খাওয়ার ব্যবস্থা করেনি রাজ্য সরকার । এমনকী নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টরের মতো প্রয়োজনীয় জিনিসরেও ব্যবস্থা করা হয়নি রাজ্য সরকারের তরফে । বিষয়টি নজরে আসতেই ২ সেপ্টেম্বর রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল কেন্দ্র । কিন্তু, রাজ্যের তরফে চিঠির কোনও জবাব আসেনি । এরপরই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । সোমবার ফেরসুপ্রিম কোর্টের নজরে আনা হল বিষয়টি ।