আরজিকর কাণ্ডের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। দফায় দফায় চলছে প্রতিবাদ, গণঅবস্থান, মিছিল-সহ একাধিক কর্মসূচি। শনিবার এই ঘটনার প্রতিবাদে আর্টিস্ট ফোরামের গণ অবস্থানে যোগ দিয়েছিলেন অভিনেতা দীপক অধিকারী। সেখানেই তিনি জানালেন, 'শুধু মেয়েদের গুড টাচ এবং ব্যাড টাচের পাঠ দিলে হবে, ছেলেদেরও এই ব্যাপারে সঠিক শিক্ষা প্রয়োজন'।
দেবের কথায়, প্রতিটি স্কুলেই 'গুড টাচ, ব্যাড টাচ' সম্পর্কে শেখানো হয়। এর পাশাপাশি অবিভাবকদেরও আরও সতর্ক থাকা উচিত। আর এই বিষয় শুধুমাত্র মেয়েদের না। ছেলেদেরও এই বিষয়ে শিক্ষা প্রয়োজন, যাতে তারাও বুঝতে পারে মেয়েদের কী ভাবে সম্মান করতে হবে, আর কী ভাবে স্পর্শ করতে হবে'।
শনিবার আরজি কর কাণ্ড নিয়ে পথে নেমেছিল টলি তারকারা। বিচারের দাবিতে মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সব শিল্পীদের জমায়েতের আহ্বান করা হয়। জমায়েতে ছিলেন দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, দেবলীনা দত্ত, অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়রা।
ছিলেন বর্ষীয়ান তারকা সুমন্ত মুখোপাধ্যায়, অলকানন্দ রায়, চৈতি ঘোষাল, দিগন্ত বাগচীরাও। টালিগঞ্জের কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। একই মঞ্চে দেখা যায় দেব ও রূপা গঙ্গোপাধ্যায়কে।