অসুস্থ আরও এক অনশনরত জুনিয়র চিকিৎসক। শনিবার আচমকাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত চিকিৎসক আলোক ভর্মার শারীরিক অবস্থার অবনতি হয়। আলোক বর্মার পরিবারের হার্ট অ্যাটাকের ইতিহাস রয়েছে বলে কোনও ঝুঁকি নেওয়া হয়নি। ইতিমধ্যেই আলোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে এইচডিইউ-তে রাখা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে,অনশনরত থাকার কারণে অনিকেতের মতো আলোকের ইউরিনে কিটন বডির মাত্রা বেড়ে গিয়েছে। এরই মধ্যে তাঁর লিভার এবং কিডনিতে সমস্যা দেখা দিয়েছে বলেও খবর। তাঁর রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়েছে তাঁর হার্ট-রেটও অনিয়মিত।
মোট ১০ দফা দাবি নিয়ে গত শনিবার, ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে কলকাতার ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন জুনিয়র ডাক্তারেরা। ওই অনশন মঞ্চে যোগ দিয়েছিলেন অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভর্তি করানো হয় আরজি করেই। তিনি এখনও চিকিৎসাধীন।