আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার দশ দিন পেরিয়েছে। তদন্তভার কলকাতা পুলিশের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে হস্তান্তরিত করা হয়েছে। ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। নিয়মিত ছোট বড় নানা প্রতিবাদ, জমায়েত হচ্ছে শহরজুড়ে। ১৯ অগাস্টও তার ব্যতিক্রম নয়। কলকাতার নানা প্রান্তেই রয়েছে প্রতিবাদ।
১৯ অগাস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস। সেই দিনকে মাথায় রেখে বিকেল ৫ টায় অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে জমায়েত রয়েছে চিত্র শিল্পী এবং অন্যান্য শিল্পীদের।
শহরের নানা প্রান্তের মানব বন্ধনের ডাক দেওয়া হয়েছে। যাদবপুর ৮ বি বাস স্ট্যান্ড চত্ত্বরে সকাল ১১.৩০ মিনিটে, শ্যাম বাজার পাঁচ মাথার মোড়ে সন্ধে ৬ টায় আছে মানব বন্ধন।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফোরাম অফ ডক্টর্স-এর উদ্যোগে ১৯ তারিখ বেলা ২ টোর সময়ে ক্যালকাটা মেডিক্যাল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং-এর সামনে রয়েছে চিকিৎসকদের জমায়েত। লালবাজার পর্যন্ত এগোবে চিকিৎসকদের মিছিল।
বিকেল সাড়ে ৫ টায় কলেজ স্কোয়ারে আছে 'বইপারায় কালো রাখি উৎসব।
আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিকেল ৪ টেয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আছে 'তিলোত্তমার রাখিবন্ধন'। একই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্কেও রয়েছে একই কর্মসুচি।
সন্ধে সাড়ে ৭ টায় সাদার্ন অ্যাভেনিউ থেকে গোলপার্ক পর্যন্ত রয়েছে বাংলার সংগীত শিল্পীদের আয়োজনে একটি মিছিল। নাম 'তমসো মা জ্যোতির্গময়ো'।