পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তপ্ত বাংলা। ভোটের দিনেও ঝরল রক্ত, ভোট হিংসার বলি বহু। এবার সেই নিয়েই গর্জে উঠলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন। সোশ্যাল মিডিয়ায় হিংসার বিরুদ্ধে পোস্ট করেন তিনি।
ফেসবুক পোস্টে ঋদ্ধির মন্তব্য, “পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক, সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো, দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি, আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায়, আমাদের ভাগাড়ের মাংস।”
ঋদ্ধির পোস্টের কমেন্ট সেকশনে ধেয়ে এল নানা মন্তব্যই। তাঁর বাবা কৌশিক সেন কেন পঞ্চায়েত নিয়ে কেন এখনও চুপ, শুনতে হল সে কথাও।