রাতভর উত্তেজনার পর মঙ্গলবার সকাল থেকে থম্থমে রিষড়া। এলাকায় টহল দিচ্ছে পুলিশ-র্যাফের যৌথবাহিনী। তাঁদের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এদিন সকাল থেকেই রিষড়ায় বাড়তি পুলিশবাহিনী মোতায়েন করেছে প্রশাসন। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তাই রিষড়া থানার পাশাপাশি, চন্দননগর, হুগলি গ্রামীণ এবং হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে।
রবিবারের পর সোমবার রাত। দফায় দফায় উত্তপ্ত হয়েছে রিষড়া। প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করার পরেও বোমাবাজির অভিযোগে রেললাইনে এসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। হাওড়া থেকে রাত সাড়ে ৯টায় ছাড়া ব্যান্ডেল লোকাল ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রাত ১০টা নাগাদ ঘোষণা করা হয় বর্ধমান শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়। গন্ডগোলের জেরে হাওড়া থেকে আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ খানিকক্ষণের জন্য।
আরও পড়ুন- Rishra: রিষড়ায় বোমাবাজির জেরে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন, রাত ১ টার পর স্বাভাবিক হল পরিস্থিতি