দলের অন্দরে মতুয়া-ক্ষোভ এবং হোয়াটস্অ্যাপ গ্রুপ ত্যাগ নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্য বিজেপি। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের (Santanu Thakur) বাড়িতে বৈঠক করলেন সায়ন্তন বসু(sayantan bose), রীতেশ তিওয়ারি(Ritesh Tiwari) এবং জয়প্রকাশ মজুমদার (Jaiprakash Majumdar)। যদিও বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, সে ব্যাপারে মুখ খলেননি কেউই।
সদ্যই নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপি। তার পর থেকেই দলের অন্দরে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নয়া কমিটি থেকে বাদ পড়ায় দলের সব হোয়াটস্অ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন সায়ন্তন বসু। কমিটিতে কোনও পদ পানিনি রীতেশ তিওয়ারিও। সেই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে আগেই।
অন্য দিকে, রাজ্য এবং জেলা কমিটিতে মতুয়া প্রতিনিধি না থাকায় কয়েক দিন আগেই বিজেপি-র হোয়াটস্অ্যাপ গ্রুপ ছেড়েছিলেন পাঁচ মতুয়া বিধায়ক। গত ৪ জানুয়ারি বিজেপি-র সমস্ত গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছেন শান্তনুও।