সাড়ে ৫ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুরে ১২টা ৫৫ মিনিটে ঢুকেছিলেন তিনি। বিকেল ৫টা ৪৯ মিনিটে বেরোলেন তিনি। রেশন দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছিল ইডি।
বুধবার ঋতুপর্না আসার আগেই তাঁর হিসাবরক্ষক কাগজপত্র নিয়ে ইডি দফতরে যান। ইডি দফতর থেকে বেরোনোর পর তিনি জানিয়েছেন, কিছু নথি চেয়েছিল। সেগুলি জমা দিয়েছেন তিনি। এর বেশি কিছু জানাতে পারবেন না।
ইডি আধিকারিকের দাবি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে অভিনেত্রীর আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছেন তাঁরা। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় সংস্থা ইডি।