ট্রাক এবং টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ন জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বিহারের লক্ষ্মীসরাই জেলার বিহারাউরা গ্রামে।
কোথায় দুর্ঘটনা হয়েছে?
জানা গিয়েছে লক্ষ্মীসরাই সিকান্দ্রা রাস্তা দিয়ে একটি টেম্পো যাচ্ছিল। মোট ১৫ জন যাত্রী ছিলেন সেখানে। সেসময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং প্রায় সম্পূর্ণ ভেঙে যায় টেম্পো গাড়িটি।
লক্ষ্মীসরাই জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার ভোর প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ৯জনের মৃত্যু হয়েছে। বাকিরা আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ওই টেম্পোর যাত্রীরা। সেসময়ই দুর্ঘটনাটি ঘটে।