সাতসকালে দুর্ঘটনা ফরাক্কা সেতুতে। নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে সজোরে মালগাড়িকে ধাক্কা মারল একটি লরি। ঘটনার জেরে লরির সামনের কিছুটা অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরেই পলাতক লরির চালক।
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল ১৪ চাকার একটি লরি। অন্যদিকে পাশের রেললাইন দিয়ে একটি মালগাড়ি একই দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেসময় উল্টো দিক থেকে আরও একটি ট্রাক্টর আসছিল। সেসময় লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মালগাড়়িতে ধাক্কা মারে। অন্যদিকে উল্টো দিক থেকে আসা ট্রাক্টরটিও লরিটিকে ধাক্কা মারে।
ভোরবেলায় এই দুর্ঘটনার জেরে যানজট তৈরি হয়। ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তবে অনেকেই জানিয়েছেন, মালগাড়ির পরিবর্তে যাত্রীবাহী ট্রেন থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
এদিকে ঘটনার পরেই পলাতক অভিযুক্ত লরি চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা লরিটিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।