সাতসকালে হাওড়ায় দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর উলটে গেল পান বোঝাই একটি গাড়ি। বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন সেখানে। ঘটনায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদা থেকে কয়েকজন ব্যবসায়ী পান কিনে কলকাতায় ফিরছিলেন। সলপের কাছে ওই গাড়িটির একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার উপর উলটে পড়ে। গাড়িতে প্রচুর পরিমাণ পান এবং সুপারি ছিল। সেগুলি রাস্তার উপর ছড়িয়ে পড়ে।
এক ব্যবসায়ী জানিয়েছেন, পাইকারি বাজার থেকে পান ও সুপারি কিনে তাঁরা ফিরছিলেন। সপ্তাহে ৩দিন করে তাঁরা যাতায়াত করেন। নাগেরবাজার, শ্যামবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন তাঁরা। মঙ্গলবার সকালেও একইভাবে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন।