হোলির দুপুরে দুর্ঘটনা মা উড়ালপুলে। এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। এবং পাশেই পড়েছিল একটি বাইক। মৃত ওই যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
কী ঘটেছে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ জে সি বোস রোড থেকে পার্ক সার্কাসের দিকে যে উড়ালপুল গিয়েছে সেখানেই ওই যুবকের দেহ পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা উদ্ধার করে ওই যুবককে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে যায়। ওই যুবকের মাথার পিছনে আঘাত ছিল বলে জানা গিয়েছে।
এদিকে যে এলাকায় ওই বাইকটি পড়েছিল সেখানে কোনও CCTV ছিল না। ফলে কীভাবে ওই যুবক ওখানে পড়ে গেলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।