নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে গেল একটি পাট বোঝাই লরি। লরির নীচে চাপা পড়ে মৃত্যু হল দু জনের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানার অন্তর্গত হসুলডাঙ্গা টোল প্লাজা সংলগ্ন ধারাইগুড়ি এলাকায়। মৃত দুইজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে লরিটি ধুপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। সেসময় ধারাইগুড়ি এলাকায় উল্টে যায় সেটি। এদিকে আচমকাই মাঝ রাস্তার পাট সমেত লরি উল্টে গেলে লরির নীচে দুইজন চাপা পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার জেরে আহত হয়েছে ওই লরির চালক ও খালাসি। তাঁদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই লরিটিকে আটক করেছে পুলিশ। মৃত ব্যক্তিদের নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।