ভাইফোঁটার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। দাদার সঙ্গে মিষ্টি কিনতে বেরিয়ে মৃত্যু হল বোনের। ঘটনাটি বীরভূমের নলহাটি এলাকায়। মৃত যুবতির নাম রীতা সাউ।
জানা গিয়েছে, ভাইফোঁটা উপলক্ষ্যে দাদার সঙ্গে বাইকে চেপে মিষ্টি কিনতে বেরিয়েছিলেন রীতা। স্থানীয় বাজারের দিকে যাওয়ার সময় বাইকের পিছনে ধাক্কা মারে একটি ট্রাকটর। সেসময় বাইক থেকে ছিটকে পড়েন রীতা এবং তাঁর দাদা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রীতার।
রীতার বাপের বাড়ি ঝাড়খন্ডে। এবং শ্বশুর বাড়ি বীরভূমের মাড়গ্রামে। ভাইফোঁটা উপলক্ষে দাদা এসেছিলেন বীরভূমে। মিষ্টি কিনতে গিয়েছিলেন তাঁরা। সেসময় পিছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা মারে। দুজনেই ছিটকে পড়েন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়।
মৃতার দাদা জানিয়েছেন, তিনি এবছর বোনের শ্বশুরবাড়িতে এসে ফোঁটা নিতে চেয়েছিলেন। যদিও রীতা ঝাড়খণ্ড যেতে চেয়েছিলেন। কিন্তু তিনি নিষেধ করেছিলেন। তাঁর আক্ষেপ, যদি বোন ঝাড়খন্ড যেত তাহলে প্রাণ হারাতো না।