সাতসকালে পুরুলিয়ায় ভয়াবহ দুর্ঘটনা। পিক-আপ ভ্যান উল্টে মৃত্যু হল চারজনের। ঘটনায় আহতের সংখ্যা আট জন। ঘটনাটি ঘটেছে ৩২ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, পিকআপ ভ্যানের চাকা আচমকা ফেটে যায়। আর সেকারণেই ভ্যানটি উল্টে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুরুলিয়ার রামামতি এবং চৈতনডি গ্রামের ২০ জন বাসিন্দা ওই পিক আপ ভ্যানে চড়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। চৈতনডি মোড় থেকে গাড়িটি একটু এগোতেই একটি চাকা ফেটে যায়। এবং পুরোপুরো উল্টে যায় গাড়িটি। ছিটকে পড়েন যাত্রীরা।
Read More- 'প্রতি মুহূর্তে যোগাসন থেকে সুফল পাওয়া যায়', বিশ্ব যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
প্রথমে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চারজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে চাকাটি ফেটে গিয়েছে সেটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। ওই চাকা বদল করা হলেও কোনও লাভ হয়নি।