Ultodanga Accident: উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। তার জেরে গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক সহ দু-জন। চালকের নাম মহম্মদ শোয়েব। তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটে?
পুলিশ জানিয়েছে, লেকটাউন থেকে উল্টোডাঙা উড়ালপুল ধরে বাইপাসের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মহম্মদ শোয়েব। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এবং উড়ালপুল থেকে নিচের একটি ঝুপড়ির উপর পড়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। গাড়িটি যখন ঝুপড়ির উপর পড়ে সেসময় সেখানে দুজন ঘুমোচ্ছিলেন। তাঁদের পায়ের গুরুতর আঘাত লাগে।
পুলিশ জানতে পেরেছে, গাড়িতে অন্য কেউ ছিল না সেসময়। গাড়ির চালক শোয়েবের বাড়ি এন্টালি থানা এলাকায়। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি গাড়িটির গতিবেগও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকতলা থানার পুলিশ।