কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে সিকিমে। কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। আর সেকারণে কালিম্পং থেকে দার্জিলিংগামী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরামর্শ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দফতরের মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। যার ফলে উত্তরবঙ্গের একাধিক এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার রাতে ভারী বৃষ্টি হয় সিকিম ও দার্জিলিং-এর বিভিন্ন এলাকায়। আর সেই কারণে তিস্তা ছাড়াও উত্তরবঙ্গের একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে।
Read More- প্রবল বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়, সতর্কবার্তা প্রশাসনের! বন্ধ করা হল এই রাস্তা
তিস্তার জল বৃদ্ধি পাওয়ায় সেবক, লালটংবস্তি, গজল ডোবার মিলনপল্লি, টাকমারির বাসিন্দারা চিন্তিত। কারণ ওই এলাকাগুলির কিছু অংশ জলের তলায় চলে গিয়েছে। রাস্তার উপর দিয়েও বইছে তিস্তার জল।
প্রশাসনের তরফে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফেও এবিষয়ে সহায়তা করা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্স এবং NDRF এর টিম মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, সিকিমে প্রবল বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। বহু পর্যটকরা বিভিন্ন এলাকায় আটকে পড়েছেন। বন্ধ রয়েছে গাড়ি চলাচল।