কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগে আমডাঙায় রাস্তা অবরোধ আই এস এফ কর্মীদের। ঘটনাটি ১২ নম্বর জাতীয় সড়কের রাহানা ১ নম্বর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছলেও তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরোধকারীরা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমডাঙার একাধিক বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়ে ভোট গ্রহণ চলছে। তাঁদের অভিযোগ, ইতিমধ্যে আমডাঙার ৮০, ৮১ ও ৮২ নম্বর বুথ দখল করে নিয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন তাঁরা।
যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।