একটা ঘটনার কিনারা হতে না হতে রাজ্যে ফের একটা বড় ডাকাতির ঘটনা। বুধবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সমবায় ব্যাঙ্কে হানা দিল ডাকাতরা। স্থানীয় সুতাহাটার একটি সমবায় ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কমপক্ষে ১৩ লক্ষ টাকা ডাকাতি হয়েছে।
এদিন দুপুরে ব্যাঙ্কে হানা দেয় ডাকাতরা। ভিতরে থাকা লোকেদের মাথায় বন্দুক ধরে ডাকাতি করে পালায় তারা। যাওয়ার সময় প্রমাণ লোপাটের জন্য ব্যাঙ্কের সিসি ক্যামেরার হার্ডডিক্সও খুলে নিয়ে চলে যায় ডাকাত দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি পুরুলিয়া এবং নদিয়ায় একই দিনে একটি স্বর্ণবিপণীতে ডাকাতির ঘটনা ঘটে। তার কয়েকদিনের মধ্যে পুরুলিয়াতে ফের একটি ব্যাঙ্কে হানা দিয়েছিল ডাকাতরা। এই দুটি ঘটনার অবশ্য কিনারা করেছে পুলিশ।