রানাঘাট, পুরুলিয়া সোনারপুরের পর এবার হাওড়া। ভোর দুপুরে হাওড়ার শ্যামপুরের এক সোনার দোকানে ডাকাতি। অভিযোগ ক্রেতা সেজে গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, দোকানের মালিককে গান পয়েন্টে রেখে লুঠ চালানো হয়। এখনও পর্যন্ত কত টাকার গহনা খোয়া গিয়েছে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।
Ayodhya Flight: এবার দেড়ঘণ্টায় অযোধ্যা, কলকাতা থেকে চালু বিমান পরিষেবা
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সোয়া ১২টা নাগাদ দুই দুস্কৃতী বাইকে চেপে দোকানে আসেন, এরপর বেশ কিছুক্ষন ক্রেতা সেজে গয়না দেখতে দেখতেই দোকানের মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এদিকে, কয়েক মাসের ব্যবধানে এতগুলো ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বর্ণ ব্যবসায়ীরা।