এতে নুন বেশি হয়েছে, কিম্বা ওতে চিনি একটু কম, উহু, এতে ঝাল লাগবে আরেকটু। এইসব করতে করতেই সময় গেল? আপনার কাজ কমিয়ে দিতে পারে একটা রোবট (Robot)। হ্যাঁ ঠিকই শুনছেন, খাবারের স্বাদ কেমন হল, কী কী মশলা কম পড়ল, বলে দেবে একটি রোবট, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge) গবেষকরা এমন রোবট তৈরি করেছেন।
যান্ত্রিক নানা কাজেই রোবট ব্যবহার করা হচ্ছে আজকাল। তবে খাবার চেখে দেখতে এর আগে কখনও রোবট ব্যবহার করা হয়নি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে, রোবট স্ক্র্যাম্বল্ড এগ খাচ্ছে। দেখে নিচ্ছে স্বাদ একদম নিখুঁত হয়েছে কিনা।
বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া হয়েছে অকাট্য যুক্তি। খাবার বানাতে যদি রোবটের সাহায্য নিতে হয়, তাকে দিয়ে তো খাবার চেখে দেখতেই হবে, তাই না?